আবুল কালাম আজাদ
পীরিত করলাম দুইজনা
দুঃখ শুধু একজনার,
এ কেমন রীতিনীতি
আমার বুঝে আসে না।
তুমি দুঃখ দিবে সুখ নিবে
আমি এটা মানব না,
এ কেমন রীতিনীতি
আমার বুঝে আসে না।
সুখের ভাগী সবাই হয়
দুঃখ দেখে লাগে ভয়,
অন্তরেতে কাম বাসনা
প্রেমের নামে করো ছলনা।
মুখোশধারী লম্পট তুমি
আমার জানা ছিল না,
এ কেমন রীতিনীতি
আমার বুঝে আসে না।
সমাজের উচু তলায়
তোমার বসবাস ——,
সুযোগ পেলেই তুমি করো
নারীর সর্বনাশ।
ঘুরে বেড়াও দেশ বিদেশে
তোমার মনে দেহের কামনা,
এ কেমন রীতিনীতি
আমার বুঝে আসে না।