ভোলার চরফ্যাশনে বিএনপির বিশাল জনসভা ৩১ দফা বাস্তবায়নে জনসেবায় অঙ্গীকার করলেন নাজিমুদ্দিন আলম

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৫, ১৩:২৪

মীর সাজু, ভোলা প্রতিনিধি: জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ভোলার চরফ্যাশনে রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা চরফ্যাশন ও মনপুরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে এই জনসভা আয়োজন করা হয়েছে।

জনসভাকে সফল করতে ইতোমধ্যে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।


দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন, শ্লোগান ও শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন।
জনসভাকে ঘিরে চরফ্যাশন শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিএনপি নেতারা বলছেন, সরকারের দমন-নিপীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই জনসভা হবে নতুন ঐক্য ও আন্দোলনের প্রতীক।

এ দিকে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর চরফ্যাশনে বিএনপির এ ধরনের বড় রাজনৈতিক সমাবেশ স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে। অনুষ্ঠানের সভায় উপস্থিত ছিলেন আশরাফুর রহমান দিপু ফরাজী সাবেক যুবদলের সভাপতি এবং বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন শাহেদ ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি অনুষ্ঠান শেষে জনগণের মাঝে লিফলেট ও ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।