নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মধ্যে প্রচার করা হয়।
দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে “ধানের শীষ” প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জননেতা গোলাম আজম সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কবির, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম নয়ন, জেলা যুবদলের সদস্য রুবেল তালুকদার, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, রাজাপুর উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুয়াল সায়েম চান, রাজাপুর উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফারুক মোল্লা, শ্রমিকদল নেতা জামাল হোসেন, রাজাপুর তাঁতীদলের সভাপতি মিজানুর রহমান, বিএনপি নেতা ইলিয়াস মোল্লা, বড়ইয়া ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মনির হোসেন, রাজাপুর উপজেলা শ্রমিকদল নেতা সোহাগ ও মো. আলিম, রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন তালুকদার, ছাত্রদল নেতা গোলাম আজম, সাকিব ও মারুফ প্রমুখ।
স্থানীয় নেতারা বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।