ঝালকাঠিতে বিএনপির ৩১ দফা প্রচার: গোলাম আজম সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিতঃ নভেম্বর ২২, ২০২৫, ১০:১১

  • অনলাইন ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত কাঠালিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ করেন।

শুক্রবার ২১ নভেম্বর সকাল ৯টায় শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এবং ১০টায় বিনাপানি বাজারে তিনি ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এ সময় বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়দের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা বিএনপি, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি, এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, নির্বাচনী পরিবেশে জনগণের কাছে দলের নীতিমালা ও ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা পৌঁছে দিতে তারা নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় পর্যায়ে প্রচারাভিযানকে কেন্দ্র করে এলাকাজুড়ে সক্রিয়তা লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।