২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী,বারে বারে পরাজিত সাচিং প্রু জেরীর মনোনয়ন প্রত্যাহার করে জাবেদ রেজা’কে মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা

প্রকাশিতঃ নভেম্বর ১৮, ২০২৫, ০৫:৪৪

নিজস্ব প্রতিবেদক:বান্দরবান ৩০০ নং আসনে ২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী,বারে বারে পরাজিত সাচিং প্রু জেরীর মনোনয়ন প্রত্যাহার করে, জাবেদ রেজা’কে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা পদযাত্রা করে।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা’কে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বান্দরবান জজ কোর্ট এলাকা থেকে একটি শান্তিপূর্ণ পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমবেত হয়। এসময় শত শত নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেয়, পরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় শান্তিপূর্ণ পদযাত্রায় বক্তব্যে রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, নারী নেত্রী সাই সাই নু তোতো, পম্পী সেন, বিএনপি নেতা মো. মুসা হাওলাদার সহ জেলা বিএনপি, সদর উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পথসভায় বক্তারা আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বক্তারা আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী ২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী ছিলেন,তিনি বার বার পরাজিত হয়েছে,তাই আমরা চাই কেন্দ্রীয় ভাবে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে বিএনপির ধানের শীর্ষ প্রতিকে মনোনয়ন দেওয়া হোক।