ফুলবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিতঃ নভেম্বর ৮, ২০২৫, ১৮:১৩

মো: আ: জব্বার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম সরকারের নেতৃত্বে বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হওয়া মিছিলটি সদরের ভালুকজান গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ মাসুদ, এডভোকেট হুমায়ুন কবির, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সভাপতি আনার সাদত আনার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, সরকার শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদত, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রোমান মিয়া, আকরাম শিকদার, লতিফ মন্ডল প্রমুখ।