ফুলবাড়িয়ায় প্রধান শিক্ষক আব্দুল মজিদ এর মাতা আর নেই

প্রকাশিতঃ নভেম্বর ৬, ২০২৫, ১৫:৫৬

মো: আ: জব্বার, ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া পৌর সদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস্ ফুলবাড়িয়া উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ এর মমতাময়ী মাতা জামেলা খাতুন (৯৩) বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৫ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী রেখেগেছেন।

বৃহস্পতিবার বাদ আছর চৌদার মোড়লবাড়ী মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
জানাযা নামাজের পূর্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ফজলুল হক শামীম মাস্টার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফুলবাড়িয়ার শাখার ম্যানেজার সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাঃ শামছুল হুদা চৌধুরী প্রমূখ।
এছাড়াও মরহুমার জানাযা নামাজে ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো: জসিম উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের সকল শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার বড় ছেলে প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ।
শোক প্রকাশ : আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ এর মাতার মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা, বাংলাদেশ স্কাউটস্ ফুলবাড়িয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।