নিজস্ব প্রতিবেদক: গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) দায়িত্ব পেলেন অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. খালেকুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, খালেকুজ্জামান চৌধুরীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করতে হবে।
অন্যদিকে, এতদিন প্রধান প্রকৌশলীর (চলতি দায়িত্ব) দায়িত্বে থাকা মোহাম্মদ শামীম আখতারকে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ) হিসেবে বদলি করা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সুশৃঙ্খল প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মীদের কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরের চলমান অবকাঠামো উন্নয়ন, সরকারি ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে।
সূত্র: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ২৮ অক্টোবর ২০২৫।