উলিপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৫, ১১:৫৮

ইউনুস আলী,উলিপুর প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(২৮অক্টোবর) দুপুরে উলিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চিকিৎসা সেবা এবং গাছের চারা প্রদান করা হয়। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে উলিপুর উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে

উলিপুর উপজেলা যুবদল আহবায়ক তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময়
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, ওবায়দুর রহমান বুলবুল,
এরশাদুল হাবীব নয়ন, মহসিন আলী, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ।