মো. আ. জব্বার, ফুলবাড়ীয়া প্রতিনিধি : ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ রোডের পল্লী বিদ্যুত অফিসের সামনের অংশে ১৫০ মিটার (২০ মিটার এপ্রোচসহ) আরসিসির কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিশেষ মোনাজাতের মাধ্যমে আরসিসির কাজের উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো : আরিফুল ইসলাম। এ সময় সড়ক উপ-বিভাগ ফুলবাড়িয়া সড়ক শাখার উপ-সহকারী প্রকৌশলী মানিক চন্দ্র সাহা, সমাজ সেবক সার্জেন্ট (অব.) মো: আব্দুল বারেক উপস্থিত ছিলেন।