কলমে (আবুল কালাম আজাদ)
মাটির মানুষ হয়ে আমি
হলাম নাতো খাঁটি,
আসল কাজে নাইরে মন
সকল কাজেই ফাঁকি।
পরকালের হিসাব হইবে
চলবে না চালাকি,
মাটির মানুষ হয়ে আমি
হলাম নাতো খাঁটি।
ধনসম্পত্তি করলাম কামাই
আমি হলাম ভালো জামাই,
শশুড় বাড়ির লোকজন নিয়ে
করি মাতামাতি।।
আপন লোকদের নেই না খবর
তাদের মনে নাহি রাখি,
মাটির মানুষ হয়ে আমি
হলাম নাতো খাঁটি।
আখিরাতের কথা আমার
অন্তরেতে নাই,
এই জগতে এসে আমি
করি খাই খাই।
মনকে তুমি করো খাঁটি
এই প্রার্থনা রাখি,
মাটির মানুষ হয়ে আমি
হলাম নাতো খাঁটি।