ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৫, ০৩:০২

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মোঃ আব্দুল জব্বার : ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কামরুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের মৌহতলা গ্রামের নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে বৈদ্যুতিক মোটরপাম্পের সাহায্যে পানি সেচের সময় ব্যবহৃত ক্যাবল সরাতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।