ইডেনসহ সাত সরকারি কলেজের ঐতিহ্য রক্ষার দাবি সহশিক্ষা ও নতুন বিশ্ববিদ্যালয় প্রস্তাবে শিক্ষার্থী-শিক্ষক-প্রাক্তনীদের উদ্বেগ

প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৫৪

স্টাফ রিপোর্টার : এশিয়ার বৃহত্তম নারীশিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজসহ ঢাকার সাত সরকারি কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষার দাবি জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারীশিক্ষার নিরাপত্তা ও স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত ইডেন মহিলা কলেজ উপমহাদেশের প্রথম নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় ২২ হাজার শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে অধ্যয়নরত। ইডেন ও বদরুন্নেসা কলেজ দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ ও নিম্নআয়ের পরিবারের মেয়েদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত।

তাঁরা অভিযোগ করেন, প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের ৬(১)(খ) ধারায় সহশিক্ষা চালুর যে প্রস্তাব রাখা হয়েছে, তা নারী শিক্ষার নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদার পরিপন্থী। এটি শতবর্ষব্যাপী নারী শিক্ষার ঐতিহ্য ধ্বংস করবে এবং নারী শিক্ষার্থীদের পছন্দের স্বাধীনতা ক্ষুণ্ন করবে।

বক্তারা বলেন, সংবিধানের ২৮(১) ও (২) অনুচ্ছেদে লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং ২৮(৪) অনুচ্ছেদে নারীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের অনুমোদন রয়েছে। প্রস্তাবিত পরিবর্তন কেবল সাংবিধানিক বাধ্যবাধকতার পরিপন্থী নয়, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG ৪.৩ ও ৪.৪)-এর সঙ্গেও সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আসন সংখ্যা কমিয়ে দেওয়ায় বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। এতে শিক্ষার বাণিজ্যিকীকরণ বাড়বে এবং মধ্যবিত্ত শিক্ষার্থীরা অসুবিধায় পড়বে।

ইডেন কলেজের ৫১ জন প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে নিজ কলেজেই কর্মরত বলে জানানো হয়। প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে এসব পদ সংকুচিত হয়ে যাবে। বক্তারা জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর ৪০০টিরও বেশি পদ বিলুপ্ত হওয়ার উদাহরণ টেনে বলেন, সাত কলেজে একই ধরণের সংকোচন ঘটলে ১,৪০০ শিক্ষা ক্যাডার পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে সাতটি দাবি উত্থাপন করা হয়—
ইডেন ও বদরুন্নেসা কলেজে সহশিক্ষা প্রস্তাব বাতিল, সাত কলেজকে কলেজিয়েট কাঠামোয় রাখা, শিক্ষকের পদ ও গবেষণা বাজেট বৃদ্ধি, পাঠ্যক্রম আধুনিকীকরণ, শিক্ষা পরিবেশের স্থিতিশীলতা, তথ্যের স্বচ্ছতা এবং ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ পৃথক ক্যাম্পাসে স্থাপন।

উপস্থিত ছিলেন সাবেক সাংসদ হেলেন জেরিন খান, রোকন সিদ্দিকী, সুলতানা রাজিয়া শাওন, তাহমিনা শিল্পী, অধ্যাপক নিশরাত বেগম, অধ্যাপক নাহিদ মনসুর, অধ্যাপক রহিমা সুলতানা, সহযোগী অধ্যাপক ফারিজাতুল কোবরা প্রমুখ।