স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের লাগাতার অবস্থান ধর্মঘট

প্রকাশিতঃ অক্টোবর ১৩, ২০২৫, ১৮:৪৫

স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন।

সোমবার ১৩ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই ধর্মঘট অনুষ্ঠিত হয়।

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সাবেক সভাপতি মো. আবদুর রউফ, রিট কমিটির সভাপতি মো. আলতাফ হোসেন, সাধারণ শিক্ষক পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, অনুদানবিহীন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা বশির উল্লাহ আতাহারী, এবং আরও অনেকে।

সরকারের প্রতিশ্রুতি অপূর্ণ,
আন্দোলনকারীরা জানান, গত ১৪ সেপ্টেম্বর সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে।
সে সময় সচিব শিক্ষকদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনে এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
পরে মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এবং অর্থ বিভাগের উপসচিব রাহাত আব্দুল মান্নান প্রেসক্লাব প্রাঙ্গণে এসে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন।
তবে দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষকরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

শিক্ষকদের প্রধান দাবিসমূহ:
১. সরকার কর্তৃক ঘোষিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন।
২. যাচাই-বাছাই শেষে ১০৮৯টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির ফাইল অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৩. অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য এমপিও আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য পৃথক অধিদপ্তর স্থাপন।

শিক্ষক নেতারা বলেন, “আমরা সরকারের দেওয়া আশ্বাসের অপেক্ষায় ছিলাম। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকার পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা দেয়। তবে দীর্ঘ নয় মাসেও এর বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।