স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। ইং ২২/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.২৯ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল হতে টঙ্গী ফায়ার স্টেশনের ব্যবহৃত সরকারী মোবাইল ফোনে জানায় যে, টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর সাকিনস্থ সাহারা মার্কেট৬২/১ রেলগেইট সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নীচে টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কের পূর্ব পার্শ্বে ফেমাস কেমিক্যাল এর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উক্ত সংবাদ প্রাপ্তীর সাথে সাথে ওয়ারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম এর নেতৃত্বে অগ্নিনির্বাপক দল গাড়ীযোগে বর্ণিত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন। অগ্নিনির্বাপক দল বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকান্ডের ভয়াবহতার বিষয়ে সিনিয়র স্টেশন অফিসার, টঙ্গীকে অবহিত করিলে তিনিও তাৎক্ষনিকভাবে রওনা করেন এবং ১৫:৪৫ ঘটকার সময় ঘটনাস্থলে উপস্থিত হন। সিনিয়র স্টেশন অফিসার, টঙ্গী মামলার আসামীদের নিকট অগ্নিকান্ডের মূল কারণ জানার চেষ্টাসহ অগ্নিকান্ড সংঘটিত স্থানটিতে কোন ধরনের মালামাল মজুদ করা/রাখা আছে কিনা তা জানতে চাইলে আসামীরা কোন সুদত্তর দেয় নাই এবং গোডাউনে কেমিক্যাল/বিস্ফোরক দ্রব্য নেই মর্মে জানায়। আসামীগণ সিনিয়র স্টেশন অফিসার টঙ্গীকে গোডাউনে পানি দিয়ে আগুন নির্বপনের জন্য বলেন। কিন্তু আসামীগণের দেয়া তথ্য সিনিয়র স্টেশন অফিসার টঙ্গী এর নিকট সন্দেহজনক হওয়ায় তিনি প্রথমে সঙ্গীয় অফিসারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে অগ্নিকান্ড সংঘটিত স্থানের নিকট যাওয়ার প্রাক্কালে কোন কিছু বুঝে উঠার পূর্বেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনের ফলে সিনিয়র অফিসার টঙ্গীসহ সঙ্গীয় ০৩ জন এবং স্থানীয় একজন মোট ০৫ জন অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষনিক তাদের চিকিৎসার জন্য প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুরে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ইং ২৩/৯/২৫ তারিখ ১৩:৪০ ঘটিকার সময় ফায়ার ফাইটার শামীম আহম্মেদ (৪০), ইং ২৪/৯/২৫ তারিখ ১৪:৪০ ঘটিকার সময় ফায়ার ফাইটার নুরুল হুদা (৪০), ইং ২৭/৯/২৫ তারিখ ১০:৩০ ঘটিকার সময় ওয়ারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম (৩৮) এবং ২৬/৯/২৫ তারিখ ১১:০০ ঘটিকার সময় সাধারন ব্যক্তি জনৈক বাবু (১৮) মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় আব্দুল মান্নান (৫০), উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা (জোন-৩), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আসামী (১) মোঃ ইসমাইল হোসেন (৪২), (২) সোলাইমান (৩৫), (৩) তাজুল ইসলাম (৪০), (৪) রাকিব (৩৮)সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনদের বিরুদ্ধে টাঙ্গী পূর্ব থানার মামলা নং-৩৭ তারিখঃ-২৭/০৯/২০২৫ খ্রিঃ ধারাঃ ৩৩৭/৩৩৮/৩০৪/৪২৭ দঃ বিঃ তৎসহ ৪/৫/৬ বিস্ফোরক দ্রব্যাদি আইন/১৯০৮ রুজু করেন।
৩। উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব আসামী গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখ র্যাব-১ উত্তরা, ঢাকা আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় বর্ণিত মামলার ০২নং আসামী- মোঃ সোলাইমান (৪৮), পিতা-মৃত মোহাম্মাদুল্লাহ, মাতা- মৃত তাহেরা বেগম, সাং-মানিকপুর, পোষ্ট-দল্ডা বাজার, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী বর্তমান পূর্ব আরিচপুর, সাহারা মার্কেট, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে একই তারিখ আনুমানিক ১৫:১০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়।