কলমে ( আবুল কালাম আজাদ)
কি সুন্দর বানাইছ জগৎ
দেখতে চমৎকার,
তোমার গুনের নাই তুলনা
জগৎ ও সংসার।
তুমি সবার সৃষ্টিকর্তা
আছো নিরাকার,
কি সুন্দর বানাইছ জগৎ
দেখতে চমৎকার।
খুঁটি ছাড়া আকাশ আছে
শুন্যের উপর ভেসে,
দিন-রাতের খেলা শেষে
সূর্য উঠে হেসে।
তুমি সকল প্রানীর অন্ন যোগাও
প্রশংসা তোমার,
কি সুন্দর বানাইছ জগৎ
দেখতে চমৎকার।
নদী নালা পাহাড়- পর্বত
আকাশ চন্দ তারা,
তোমার গুনে মুখরিত
তোমার প্রেমিক যারা।
তুমি সবাইকে সমান ভাবো
হিংসা নাই তোমার,
কি সুন্দর বানাইছ জগৎ
দেকতে চমৎকার।