স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন (বিবা)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ৭ অক্টোবর ২০২৫, সোমবার রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি কাউন্সিল হলে আয়োজিত সাধারণ সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচিতদের মধ্যে এক্সিকিউটিভ কমিটির সভাপতি হয়েছেন প্রকৌশলী জয়নুল আবেদীন, কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শামিম হোসাইন, এবং সেক্রেটারি হয়েছেন মুহাম্মদ জালাল উদ্দীন।
সভায় সভাপতিত্ব করেন বিবা’র এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইকন গ্লোবাল ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী মতিউর রহমান শাহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবার উদ্যোক্তা সদস্য মুহাম্মদ শামিম হোসাইন, প্রকৌশলী জয়নুল আবেদীন, আরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, জালাল উদ্দীন, আরফান উদ্দিন চৌধুরী শিমুল, দিল মোহাম্মদ, মুহাম্মদ উজ্জ্বল, মুহাম্মদ ফয়সাল ভুইয়া, মুহাম্মদ আইয়ুব আলী, সোলতান মাহমুদ, নিজাম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আশরাফ হোসাইন, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন পাটোয়ারী, আমীরুল ইসলাম, তাজুদ্দীন আহমেদ, ও মুহাম্মদ নাজমুল প্রমুখ।
এছাড়া দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে যে বিশাল সম্ভাবনা বিদ্যমান, তা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তাঁরা আরও বলেন, নবগঠিত বিবা কমিটির নেতৃত্বে দেশের ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে “সমৃদ্ধ বাংলাদেশ” গঠনের পথে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে বিবা’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।