আমার দেশ

প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৫, ০৪:০৮

কলমে- আবুল কালাম আজাদ

এই দেশে জন্ম আমার
দেশকে ভালোবাসি,
দেশের কোন বিপদ হলে
আমরা ছুটে আসি।

কৃষক মুজুর তাঁতী ভাই
সরল তাদের মন,
দেশকে তারা ভালোবাসে
মায়েরই মতন।

রাজনীতি করে না তারা
করে পেটনীতি,
মাথার ঘাম পায়ে ফেলে
ঠিক রাখে অর্থনীতি।

এসব লোকদের হয় না কদর
দেয় না কেউ দাম,
তারাই হলো আসল মানুষ
ঝড়ায় মাথার ঘাম।

আমার দেশ আমার বাংলা
বলে সকল নেতা,
ক্ষমতায় গেলে বুঝা যায়
শুনেনা কোন কথা।

বাড়ি গাড়ি ধন সম্পদের
হয় না কোন অভাব,
দূনিতীতে বিশ্বসেরা
এটাই নেতার স্বভাব।

দেশের টাকা পাচার করে
রাখে ঐ সুইজ ব্যাংকে,
ভাবছে তারা মরার পরে
নিবে টাকা সংঙ্গে

সময় থাকতে হও সাবধান
করো আল্লাহকে ভয়
ভুলের জন্য চাও ক্ষমা
তাতেই হবে তোমার জয়।