পিআর পদ্ধতি জনদাবিতে পরিনত হয়েছে: অধ্যক্ষ কামরুল হাসান মিলন

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৪

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ীয়া আসনে মনোনীত প্রার্থী, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, পি.আর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী আজ স্বোচ্চার যে কারণে, সেটা হলো সকলের ভোটটা যেন কাজে লাগে। পিআর পদ্ধতি আজ শুধুমাত্র জামায়াতের দাবি নয়, এটা এখন জনদাবিতে পরিনত হয়েছে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেটা যেন তড়িঘড়ি করে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের নির্বাচন না হয়। এক সরকার গেছে, আরেক সরকার আসবে এ জন্য কিন্ত এদেশর মানুষ রক্ত দেয়নি, হাজার হাজার মানুষ জীবন দেয়নি, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি। আমাদের স্বাধীনতার সংগ্রাম যে কারণে হয়েছিল সেটা হলো- সাম্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠা। ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাকে পাশ কাটিয়ে যেন-তেন একটা নির্বাচন যেন না হয় তার জন্য জামায়াত ইসলামী দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দলটির কার্যালয়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ ও সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ কামরুল হাসান মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে দেখা গেছে ১০টি হোন্ডা, ২০টি গুন্ড, নির্বাচন ঠান্ডা- এ ধরনের নির্বাচন দেশের জনগণ আর মেনে নিবেনা। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করবে।

এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ আব্দুর রউফ রাব্বানী, আব্দুল মজিদ, পৌর আমীর আব্দুল খালেক ও জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।