স্টাফ রিপোর্টার: আজ ২০/0৯/২৫ তারিখে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ সাধারণ সম্পাদক আবুজ্বর গিফারী কলেজ ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রনেতা রাশেদ উল্লাহ রাশেদ এর সাজা প্রাপ্ত মামলায় আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। রাশেদ ২০১২ সালে বিএনপির ডাকা প্রথম অবরোধ কর্মসূচিতে রাজপথ থেকে গ্রেফতার হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হন, প্রায় ২ মাস কারাগারে ছিলেন। মামলা নং-১৩/১২/১২ বনানী থানা। তারপর থেকে দীর্ঘ বছর ধরে মিথ্যা মামলায় জালে জর্জরিত হোন।
২০২৩ সালের ২৮ অক্টোবরের আগে ফরমায়েশী আদালত হঠাৎ করেই তার বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা করে। স্বৈরাচারী সরকারের দেয়া এটিই প্রথম সাজার মামলা। সেই সাজা মাথায় নিয়ে সে জীবন বাজি রেখে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজপথে থেকেছেন। দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকার ফেরানোর জন্য সংগ্রাম করেছেন।