তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি তামাকবিরোধী জোটের অভিযোগ—এটি সংবিধান ও জনস্বাস্থ্যবিরোধী পদক্ষেপ

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৫৬

মাখদুম সামি কল্লোল: তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার প্রক্রিয়ায় তামাক কোম্পানির মতামত গ্রহণকে সংবিধান, জনস্বার্থ ও জনস্বাস্থ্যবিরোধী বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছে।

সংগঠনটির দাবি, তামাক কোম্পানির উদ্দেশ্য মুনাফা অর্জন, আর সরকারের দায়িত্ব জনস্বাস্থ্য সুরক্ষা। সুতরাং তাদেরকে নীতিনির্ধারণ প্রক্রিয়ার অংশ করা যাবে না। আন্তর্জাতিক এফসিটিসি চুক্তি, সংবিধান ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে সরকারের জনস্বাস্থ্য রক্ষায় বাধ্যবাধকতা রয়েছে।

জোটের মতে, উন্নত বিশ্বে বাজার সংকুচিত হওয়ায় বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে তরুণ সমাজকে লক্ষ্য করে ব্যবসা সম্প্রসারণ করছে। যা দেশের জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি।

তারা এনবিআরকে আহ্বান জানায়, “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪” নিয়ে তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিল করে ক্ষতিকর এ শিল্পকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে।