উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক শিবলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১৬:২৯

তুরাগ থেকে মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্বরণে তার রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী ভূতের আড্ডা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরা প্রেসক্লাব’র পক্ষ থেকে এ স্বরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, কফিল উদ্দিন আহমেদ, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুল ইসলাম আতিক, ঢাকা-১৮ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী সাইফুদ্দিন খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ও উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ. ইসলাম চন্দন প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, কফিল উদ্দিন আহমেদ বলেন, তরিকুল ইসলাম শিবলীর মতো সৎ ও সাহসী সাংবাদিক আজকের দিনে খুবই প্রয়োজন। তার জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে।

তিনি আরও বলেন, শিবলী একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন। সাংবাদিকরা হলো জাতির বিবেক ও সত্যের পূজারী। সত্য ঘটনা ও বস্তুনিষ্ট সংবাদ গুলো আপনারা পত্রিকায় তুলে ধরবেন। বস্তুনিষ্ঠ সংবাদের কোন বিকল্প নেই।

স্বরণ সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলাম শিবলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন। এছাড়া সাংবাদিকতার জগতে তাঁর অবদানের কথা স্বরণ ধরেন। তারা বলেন, সত্য প্রকাশে তিনি ছিলেন আপোসহীন। তার অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে ।

বক্তারা আরও বলেন, শিবলী সেই বিবেকের দায়িত্ব পালন করতে গিয়ে সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেছেন। তার জন্য দোয়া করার পাশাপাশি সাংবাদিক সমাজের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য মনির হোসেন জীবন, সিনিয়র সদস্য মমতাজ উদ্দিন খোকন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক ইসলাম শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলামসহ উত্তরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলাম শিবলীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।