বাংলাদেশ কৃষি ব্যাংকে পোস্টার ছেঁড়ার অভিযোগে জিয়া পরিষদের নিন্দা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৯:২৯

মাখদুম সামি কল্লোল:বাংলাদেশ কৃষি ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটির জিয়া পরিষদ সোমবার ১৫ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা অফিসে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টারসমূহ অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক ছিঁড়ে ফেলা হয়েছে। সংগঠনটি এ ঘটনাকে “নির্দয়, নিন্দনীয় এবং উস্কানিমূলক” কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় ব্যাংকের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে মর্মাহত হয়েছেন। সংগঠনটি কঠোর ভাষায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের উস্কানির জবাব রাজনৈতিকভাবে দেওয়ার ঘোষণা দিয়েছে।

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—শহীদ জিয়ার পোস্টার অপসারণ মানে তার আদর্শে হস্তক্ষেপ করা, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।