এস এম হুমায়ুন কবির, কক্সবাজার থেকে :ইদানিং কালে পর্যটন রাজধানী কক্সবাজারের সমুদ্র সৈকতে ছিনতাই আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় টনক নড়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের। পর্যটকদের নির্বিঘ্ন করতে ট্যুরিস্ট পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ঘোষণা করেন জিরো টলারেন্স নীতি। পর্যটন সংশ্লিষ্ট খাত গুলোতে ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ’র সার্বিক নিবিড় পর্যবেক্ষণ ও দক্ষ পরিকল্পনায় ভেঙে পড়েছে ট্যুরিস্ট স্পট গুলোর অপরাধ তৎপরতা। পতিতাবৃত্তি নিবৃত করতে ইতোমধ্যে কয়েক দফা ট্যুরিস্ট পুলিশ চালিয়েছে সফল অভিযান। যার সুনাম ছড়িয়েছে দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে। গত ১২ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় বান্দরবানের ফাসিঁয়াখালী উপজেলার ডুলহাজারা সাফারি পার্কের পার্শ্বে অবস্থিত বগাই ছড়ি এলাকার আজগর আলির পুত্র, জেলার শীর্ষ ছিনতাইকারী চক্রের গডফাদার মোঃ আরিফ (২০) কে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ’র নেতৃত্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।এতে করে পর্যটন রাজধানী কক্সবাজারের সুনাম পর্যটকদের কাছে বৃদ্ধি পেয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের হাতে পেশাদার ছিনতাইকারী আরিফ গ্রেপ্তার
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১৬:৩২
