স্টাফ রিপোর্টার: অবৈধভাবে অবস্থানের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে।
এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এদিকে এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।