নিজস্ব প্রতিবেদক:রাজধানীর দক্ষিণখানে হাজী কফিল উদ্দিন মুন্সি উচ্চ বিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্ত্রী জেসনা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩১ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে মোঃ শাহীন, তাইজুদ্দিন, মোঃ সিরাজসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ব্যক্তি দলবদ্ধ হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তারা দরজা-জানালা ও বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন করে।
জেসনা আক্তারের অভিযোগ, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তারা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে আলমারী ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ১২টি সিলিং ফ্যান, এবং ২টি পানির মোটর নিয়ে যায়। এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
ঘটনার বিষয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান জেসনা আক্তার।
এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।