স্টাফ রিপোর্টার: গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন ছয় সাংবাদিক। শুরুতে তাদের পরিবারে দেখা দেয় চরম অনিশ্চয়তা আর আর্থিক সংকট। একমাত্র উপার্জনক্ষম মানুষটি হারিয়ে পরিবারগুলো হঠাৎই অকূলে পড়ে। এখন তাদের সবচেয়ে বড় চিন্তা ছোট ছোট ছেলেমেয়েদের মানুষ করা নিয়ে।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হয়েছে। শুরুতে কোনো কোনো রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান এসব পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিলেও এখন আর কেউ তাদের খোঁজখবর নিচ্ছে না। এ নিয়ে পরিবারগুলোর মধ্যে এক ধরনের আক্ষেপও রয়েছে।
তবে অন্তর্বর্তী সরকার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এককালীন কিছু আর্থিক সহায়তা পেয়েছে এ পরিবারগুলো। এতে কিছুটা হলেও কেটেছে অসচ্ছলতা। তবে স্বজনহারা এ পরিবারগুলোর অভিযোগ-আপত্তিও রয়েছে। তারা বলছেন, শহীদ সাংবাদিকদের অফিস বা কর্মস্থল থেকে কোনোরকম সাড়া তারা পাচ্ছেন না। তাদের আক্ষেপ, আর্থিকভাবে না হলেও একটু ফোনকলে কথা বলেও তো সান্ত্বনা দিতে পারে কর্মস্থলগুলো।
দায়িত্ব পালন করতে গিয়ে জুলাইয়ে শহীদ সাংবাদিকরা হলেন আবু তাহের মো. তুরাব, হাসান মেহেদী, প্রদীপ কুমার ভৌমিক, মো. শাকিল হোসেন (পারভেজ), সোহেল আখঞ্জী ও তাহির জামান প্রিয়।