শারমিন আহমেদ মিন্নি ও ফেরদৌস ওয়াহিদের নতুন গান

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০২৫, ১৭:২৩

স্টাফ রিপোর্টার: শারমিন আহমেদ মিন্নি, তার কথা আমাদের ওজানা কারো কাছে নেই,উনি বাংলাদেশের প্রথম মহিলা স্প্যানিশ গিটারিস্ট, নির্বাসন নামে একটি ব্যান্ড দল ও রয়েছে তার, বাংলাদেশের অন্যতম লেজেন্ট ফেরদৌস ওয়াহিদ। ওনাকে নিয়ে নতুন করে একটি গান করে আবারো মাতালো উনি, গানটির নাম নিঃশব্দ, লিখেছেন উনি নিজেই, সুর করেছে আশফাক ইমেল, গানটি ধারণ করেছেন কন্টেক্স্ট জি ফিল্ম প্রোডাকশন, অভিনয়ে ছিল প্রিন্স এয়ার ও আয়েশা, মিউজিক কম্পোজিশন রোজেন রহমান,আমরা তার কাছে আশা রাখি, এরকম অসাধারণ গান উনি আমাদের মাঝে আরো উপহার দিবেন।