আজ আসছেন যুবদলের যুবরত্ন ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরার কান্ডারী-নুরুল ইসলাম নয়ন

প্রকাশিতঃ নভেম্বর ৫, ২০২৫, ১৮:৩২

মীর সাজু, ভোলা থেকে : অাজ ৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় শুভ আগমন করবেন। ভোলা-৪ চরফ্যাসনের ও মনপুরার মাটি ও মানুষের বন্ধু এবং আস্থাভাজন চরফ্যাশনের লাখে হৃদয়ের স্পন্দন নয়নের মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র লড়াকু সৈনিক কান্ডারী,রাজপথ কাঁপানো নেতা,ত্যাগীও সফল ছাত্রনেতা বিএনপি’র যুবদলের যুবরত্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কাল আসছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে যোগ্যপ্রার্থী মনোনীত করে ধানের শীষ প্রতীক দিয়ে ভোলা-৪ চরফ্যাশন ও মাটি ও মানুষের জন্য নমিনেশন দিয়েছেন। তারই ধারাবাহিকতায় চরফ্যাশন ও মনপুরার জনগণের সাথে দেখাও মতবিনিময় করবেন। আরো জানা যায় কাল চরফ্যাশনের জনগণ তাকে অভিনন্দন,সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নিবেন।