ফুলবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

প্রকাশিতঃ নভেম্বর ৫, ২০২৫, ১৮:০১

মো: আ: জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : দৈনিক তৃতীয় মাত্রা ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শফিকুল ইসলামের মাতা বিবি হাওয়া (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বাদ আছর বরুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাযা এবং বাদ মাগরিব কুশমাইল টেকিপাড়া ওহাদ আলী বাড়ি দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে বাবা’র কবরের পাশে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক শফিকের মায়ের মৃত্যুতে ফুলবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্য মরহুমার রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা যায়, সাংবাদিক শফিকের মা বিবি হাওয়া (৮০) বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা ১০মিনিটে বার্ধক্যজনিত কারণে বরুকা গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ৬ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনি সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাযা নামাজে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মো: জসিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের সকল শ্রেনী ও পেশার লোকজন অংশ নেন।