ফুলবাড়িয়ায় তাবলিগী ইজতেমা বিষয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ নভেম্বর ৪, ২০২৫, ১২:৩৪

মো: আ: জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম এর ৩৩ তম কেন্দ্রীয় তাবলিগী ইজতেমা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইজতেমাস্থল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া বাজার মারকাজ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিতব্য ইজতেমার সার্বিক বিষয়ে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন মারকাজের হেড আমির আলহাজ্ব ক্বারী আব্দুল মজিদ খান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মাহতাব জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বাদল, ইজতেমা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, ইজতেমা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোঃ মুফর রহমান, সাংগাঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।
এতে বলা হয় বুধবার বিকাল ৩.৩০ ঘটিকা থেকে শুভ উদ্ভোধন হয়ে ধারাবাহিকভাবে আগামী শনিবার সকাল ৯.০০ ঘটিকায় শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে। প্রায় অর্ধ লক্ষ মানুষের ব্যবস্থা করা হয়েছে।
উদ্ভোধন করবেন ডঃ শেখ সাদী বিন আব্দুর। নিরাপত্তার জন্য ১৫০জন স্বেচ্ছাসেবক ২৪ ঘণ্টা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন মাঠের চারদিকে সিসি ক্যামেরা থাকবে। এ ছাড়া পুলিশের একটি দল, বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা দায়িত্বে পালন করবেন। তিন দিন দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে বয়ান পেশ করবেন।