ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মোঃ আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৫ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন সানজিদা সুলতানা মোনা ও নাহিদ সুলতানা লিসা।
তাদের এমন সাফল্যে উৎফুল্ল মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন সহ এলাকাবসী।
মোনা-লিসা উপজেলার পলাশতলী (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা, পলাশতলী আমিরাবাদ দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ সেকান্দর আলী ও লায়লা আক্তার দম্পতির যমজ মেয়ে।
মোনা-লিসা ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) কামিল মাদ্রাসা হতে বিজ্ঞান বিভাগ থেকে আলিম পরীক্ষা অংশগ্রহণ করেন।
ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: ইউনুছ আলী বলেন, মোনা ও লিসা ছোট থেকেই দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো।
মোনা-লিসা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে চায়। মোনা-লিসার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার বাবা-মা।