ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মোঃ আব্দুল জব্বার : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) চূড়ান্ত পরীক্ষার ফলাফলে ৩জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে ফুলবাড়িয়া উপজেলার প্রিন্সিপাল পারভীন জাকির কারিগরি গার্লস স্কুল এন্ড কলেজ।
এবছর ফুলবাড়িয়া উপজেলায় এমন অভাবনীয় সাফল্য অর্জনের করে উপজেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে এ বিদ্যাপিঠ।
এ প্রতিষ্ঠান থেকে ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৩ জন। জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন মোছা :সুমাইয়া আক্তার, মরিয়ম বিবি এবং মোছাঃ জেনিয়া আক্তার। অন্যান্য শিক্ষার্থীরাও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী সহ-সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টাই এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমি উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আর.জে.এম. সেলিম রেজা তালুকদার বলেন, অভাবনীয় এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ সকলের পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।