স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের সময় বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, “বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।” বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে হামলার ঘটনাটি ঘটে। লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সৈকতের গাড়িবহর বাড়ি ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহরের সঙ্গে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, জামালের অনুসারীরা সৈকতের গাড়িবহরের শেষের একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ড্রাইভার রফিককে মারধর করে ও গাড়িটি ভাঙচুর করে।
এ ঘটনায় শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, “একই দলের ভেতরে এমন হামলা লজ্জাজনক ও দুঃখজনক। দলীয় শৃঙ্খলা রক্ষায় উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন।”