ফুলবাড়িয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০২৫, ১৮:৩৫

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানের আলোকে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলা সদরের ভালুকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত কর্মসূচীতে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল নিয়ে শিশুদের হাতে কলমে অংশ গ্রহণ। সিসিডিবি-সিপিআরপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি’র সহযোগিতায় দিবসে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুন নাহার, ফুলবাড়িয়া এপি’র এরিয়া ম্যানেজার নম্রতা হাউই, সিসিডিবি-সিপিআরপি এরিয়া ম্যানেজার পিটার সরকার, ফুলবাড়িয়া এপি’র প্রোগ্রাম অফিসার ফ্লোরা ম্যাংসাং প্রমুখ।