মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নে মো. মিন্টিজ ওরফে শাজাহান(৩৫) নামে এক চোর সরদারের চোখ উপড়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর তার শ্বশুর সফিউল্লাহ(৬৫) এর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় বুধবার (১৫ অক্টোবর) দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে নজরুল নগর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মাঝের চর গ্রামে মিন্টিজের শ্বশুর সফিউল্লাহ’র বসতঘরে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।
সফিউল্লাহ ওই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি অভিযোগে জানান, গত ২ মার্চ ২০২৫ সালে তার জামাতা মিন্টিজ ওরফে শাজাহানের দুই চোখ উপড়ে নেওয়া হয়। এরপর মিন্টিজের মা নুরভানু ৮ মার্চ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে স্থানীয় লোকমান মাওলানার ছেলে সাকিবকে গ্রেপ্তার করেন। সে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আবারও হুমকি ও ২ লাখ টাকা চাঁদাদাবি করেন।
সফিউল্লাহ অভিযোগে আরও জানান, গত ১৩ অক্টোবর সোমবার বেলা ১২ টার দিকে সাকিব সহ তার সহযোগী বাবুল ও জিহাদ আমাদের বসতঘরে হামলা ও ভাঙচুর করেছে। তারা আমার মেয়েকে ও আমার স্ত্রীর মারধর করেছে। পাশাপাশি তারা একটি চার্জ মোবাইল, আট আনি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল নিয়ে গেছে।
ভুক্তভোগী সফিউল্লাহর মেয়ে কুলছুম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, আমার দুলাভাইয়ের দুই চোখ উপড়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছিল। অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে আমাদের কাছে চাঁদা দাবি করছিল। টাকা না দেওয়ায় তারা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। পরে আমার চাচা আজিজল এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আমার পরিবার নিরাপত্তা হীনতায় রয়েছি। প্রশাসনের সহযোগী চাই।
অভিযুক্ত সাকিবকে পাওয়া যায়নি। তবে তার বাবা লোকমান মাওলানা বলেন, সফিউল্লাহ আমার জায়গায় বসবাস করেন। তার বাড়িতে গিয়ে আমার ছেলে সাকিব জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলেছে। কিন্তু সেখানে হামলা বা লুটপাট হয়নি। আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।