স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ৬৪ জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের হলরুমে সংগঠনের সভাপতি শ্রী বিপ্লব চন্দ্র পালের ( বি.কে পাল হৃদয়) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার বুলবুলে সঞ্চালনায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী।
বিশেষ অতিথি ঢাকা জজ কোর্টের আইনজীবী সৈয়দ জোনায়েদ বিল্লাহ হাসানী ও সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি মোঃ ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মোস্তাকিমুল হাসান সিদ্দিকী, প্রচার সম্পাদক মোঃ আবু জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শামিমআরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সরকারের নিকট ০৯টি দাবী তুলে ধরেন।
দাবীসমূহঃ
১। অবিভাগীয় (ইডি) এজেন্ট এর ‘ইডি এজেন্ট’ প্রথা বিলুপ্ত করে অবিভাগীয় ডাক কর্মচারী স্বীকৃতি প্রদান করতে হবে।
২। সম্মানি ভাতা এর পরিবর্তে কর্মচারীগণের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল গঠন করতে হবে।
৩। অফিস সমুহের কার্যকাল সরকারি কর্মদিবসের ০৮ ঘন্টা নির্ধারণ করতে হবে।
৪। নিয়োজিতকরণের পরিবর্তে নিয়োগকরণ করতে হবে।
৫। বিধি মোতাবেক সকল উৎস ভাতা প্রদান করতে হবে।
৬। প্রতি বছর ১০% ইনক্রিমেন্ট দিতে হবে।
৭। চাকরির মেয়াদ শেষে বিধি মোতাবেক শ্রম আইন অনুসারে অবসরকালীণ ভাতা প্রদান করতে হবে।
৮। পরিপত্র ১৩/২০১৮, তারিখ ১২/০৪/২০১৮ ইং তারিখে প্রকাশিত কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি বা কল্যাণ ফার্ড/ট্রাস্ট এর মেয়াদ ০৫ বছর করে নীতিমালায় সংযুক্ত করতে হবে।
৯। উল্লেখিত দাবিসমূুহ বাস্তবায়ন করে শ্রম আইন মোতাবেক বাস্তবভিত্তিক এবং সর্বজন গ্রহণযোগ্য একটি অবিভাগীয় ডাক কর্মচারী ব্যবস্থাপনা নীতিমালা প্রনয়ণ করতে হবে।
এছাড়াও সম্মেলন ঘোষিত দাবী আদায়ে আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন পরিকল্পনা গৃহীত হয়।
১১অক্টোবর ২০২৫ইং তারিখের জেলা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত সকল কর্মচারীদের মতামতের ভিত্তিতে আন্দোলন কর্মসূচির ০৯ দফা দাবি চুড়ান্ত করা হয়, সিদ্ধান্তগুলো একটি রেজুলেশন তৈরি করা হয়। সকলে মতামতের ভিত্তিতে মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। দাবী না মানা হলে আগামী ০৪/১১/১০২৫ইং তারিখ, মঙ্গলবার হতে অনির্দিষ্টকালের জন্য ডাকভবনের সামনে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। সারা দেশে সকল ইডি অফিস খোলা থাকবে কিন্তু সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বশেষ ধাপে সকল ইডি অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।