কলমে ( আবুল কালাম আজাদ)
ভক্তি দিলে মুক্তি পাবি
ভাবিস যদি সদা,
অন্তরেতে রাখিস নারে
আর্বজনা কাঁদা।
তুমি হয়ে যাও পাক- পবিত্র
থাকিস না আর গাধা।
ভক্তি দিলে মুক্তি পাবি
ভাবিস যদি সদা।
গুরুর হাত ধরলেই মুক্তি পাবি
ভাবিস যদি মনে,
আমল বিনা পাড় পাবি না
রাখিসরে তুই জেনে।
নিজে আমল করতে হবে
মনে রাখিস সদা,
ভক্তি দিলে মুক্তি পাবি
ভাবিস যদি সদা।
শরিয়তের বিধান মনে
করো যদি আমল,
হবে তুমি সফল কামী
হবে না আর বিফল।
কয় কাজী আবদুল্লাহ
গুরু ধরতে নাই মানা,
নিজের আমল নিজেই করো
মন রাখিয়া সাদা।