ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির (ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও রাসায়নিক সার বিতরণ প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্ত্বর হতে বিতরণ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার আ. ন. ম. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৩০ কৃষক বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মুলা ও বাটিশাক সহ নানা প্রজাতির শাক-সবজি ও রাসায়নিক সার প্রাপ্ত হন।