আধুনিক ফুলবাড়িয়া গড়তে আসুন সবাই একসাথে কাজ করি -বিএনপি নেতা রানা

প্রকাশিতঃ অক্টোবর ৯, ২০২৫, ১৬:১৫

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : বিএনপির নেতা তানভীর আহমেদ রানা বলেন, ফুলবাড়িয়াকে দুর্নীতি ও শোষণমুক্ত উপজেলা এবং আধুনিক ফুলবাড়িয়া গড়তে আসুন দলমত নির্বিশেষে সবাই একসাথে কাজ করি। কারণ গত প্রায় একদশক ধরে উন্নয়ন থেকে বঞ্চিত এবং অবহেলিত এ ফুলবাড়িয়া।

জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মানুষ বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হচ্ছে। বিশেষ করে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাংবাদিক ভাইদের পাশে চাই, কারণ সাংবাদিকরাই জনগণের কণ্ঠস্বর।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতিক নয়, এটি স্বাধীনতা, অধিকার ও জনগণের বিশ্বাসের প্রতিক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নে বিএনপির নেতা তানভীর আহমেদ রানা গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে গণসংযোগ ও পথসভায় এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মফিজ উদ্দিন আকন্দ, বিএনপি নেতা আব্দুস সাত্তার মাস্টার, মোর্শেদ মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, বাক্তা ইউনিয়ন যুবদলের সভাপতি মোনায়েম খান, আছিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন সোহাগ, তাঁতি দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, বাক্তা ইউনিয়ন বিএনপির নেতা রুহুল আমিন, ভবানীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা রাশেদুল ইসলাম, ইউপি সদস্য মিন্টু প্রমুখ।