ছোট্ট চাকরি

প্রকাশিতঃ অক্টোবর ৭, ২০২৫, ০৬:৩৪

কলমে:-( আবুল কালাম আজাদ)

চাকরি আমার অতি ছোট্ট
ডিজেগনেশন নাই,
সারাদিন দৌড়াদৌড়ি
করতে হয় তাই।

ভোর রাতে সন্ধ্যা বেলায়
অফিসেতে যাই,
শুক্রবার সবার ছুটি
আমার ছুটি নাই।

চাকরির মায়া করি আমি
বউ এর মায়া করি না,
বাসায় গেলে চেচামেচি
করে বউ জরিনা।

চাল নাই ডাল নাই
নাই ভালো মাছ,
শুটকি আর আলু বরতা
খাই বারমাস।

ডিউটি আমার ১০০%
সময় ১২ ঘন্টা,
সারাদিন কাজ করে
খারাপ হয় মনটা।

দিন এলেই দিন চলে যায়
রাত এলেই রাত,
সন্ধ্যা হলেই বেড়ে যায়
মশার উৎপাত।

বাসায় গেলে মেয়ে আমার
ধরে অনেক বায়না,
আমার জন্য একটি খেলনা
কিনে নিয়ে আয়না।

ছেলে বলে আব্বু তুমি
কিনে দাও বল,
কথা শুনে মনটা কাঁদে
চোখে ভাসে জল।

ছেলের দাবী মেয়ের দাবী
পূরন করতে না পারি,
অবশেষে চোখ রাঙ্গিয়ে
মারি একটি ঝাড়ি।