ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিস্কার করার দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া শাখার সর্বস্তরের গ্রাহকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মেইন রোডস্থ ফুলবাড়িয়া শাখা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন বিনিয়োগ গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আনিছুর রহমান। এ সময় গ্রাহক ও প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, গ্রাহক ও ব্যবসায়ী এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক আবুল কালাম আজাদ গেনু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগ গ্রাহক আব্দুল্লাহ প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পটিয়ার ৭ হাজার অযোগ্য লোক পরীক্ষা ছাড়া নিয়োগ বাতিল করতে হবে। টাকা গ্রহণের মাধ্যমে নিয়োগ বাণিজ্য হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এস আলম অবৈধ উপায়ে বিদেশে অর্থ পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। এস আলম হাছিনার দোসর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এস আলম তথা হাছিনার দোসরদের অপপ্রচার রুখে দিতে হবে। পটিয়ার এই সমস্ত নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে এস আলম, আকিজ উদ্দিন ও মিফতাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
ফুলবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন
প্রকাশিতঃ অক্টোবর ৭, ২০২৫, ০৬:১৭
