ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি, মো. আ. জব্বার : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফুলবাড়িয়া উপজেলা শাখা উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করে কে আই সিনিয়র মাদ্রাসায় গিয়ে র্যালি শেষ করা হয়। র্যালির উদ্বোধনী বক্তব্যে ময়মনসিংহ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, জাতি হিসাবে আমরা লজ্জিত কারণ শিক্ষকদের দাবী আদায়ের জন্য রাজপথে নামতে হয়। অথচ সরকার পরিমাণ অর্থ এমপিওভুক্ত শিক্ষকদের পেছনে খরচ করছেন, আর কিছু অর্থের যোগান দিলেই সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা যায়। তারপরও সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষকরা যেদিন অবসরে যাবেন ঠিক তার ৭দিনের মধ্যে অবসরকালীন ভাতা প্রদান করার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা ঐক্যবদ্ধ থাকলে দাবী আদায়ে সহজ হবে। শিক্ষক সমাজের সম্মান মানে জাতির সম্মান।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে সুপার জিএমএম নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মকবুল হোসেন আজাদ সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।
ফুলবাড়িয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের বিশ্ব শিক্ষক দিবস পালন
প্রকাশিতঃ অক্টোবর ৭, ২০২৫, ০৬:১০
