বরিশাল বানারীপাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ অক্টোবর ৫, ২০২৫, ১৬:৫৭

স্টাফ রিপোর্টার: সম্প্রতি বরিশাল বানারীপাড়ায় ‘সমতার পথে যাত্রা’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় রেইনবো এইড বাংলাদেশ ও উপজেলার শাখারিয়ায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে র‍্যালী বের করা হয়। পরে শাখারিয়া জুল আসফিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অ্যাডভোকেট এম এ জলিল হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় দু’জনকে মমতাময় ও মমতাময়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রেইনবো এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কে, এম মাসুদ।