অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে শাসনব্যবস্থা ভেঙে পড়ে: পিএনপি

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৫, ১৪:২৭

স্টাফ রিপোর্টার: অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে শাসনব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। বুধবার বিকেল ৫টায় প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদ এবং পিএনপির প্রয়াত নেতৃবৃন্দ স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন আরও বলেন, দেশ পতাকা মানচিত্রের জন্য যে সকল বীর যুদ্ধা জীবন উৎসর্গ করে শহীদ হয়ে আমাদের একটি মানচিত্র উপহার দিয়েছে, গণতন্ত্র সুশাসন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্রীক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও পিএনপি’র শাহাদাত বরণকারী নেতৃবৃন্দের জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে বেহেস্ত নসিবের প্রার্থনা করছি।
ফিরোজ মোহাম্মদ লিটন বলেন ৭১এর মুক্তিযুদ্ধ পরবর্তী সরকার যখন মুক্তি কামি মেহনতি মানুষের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে একদলীয় বাকশাল কায়েমের নীলকশা বাস্তবায়নের গণবিরোধী অপকৌশলে লিপ্ত হয়েছিল ঠিক তখনই মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল স্বপ্ন দেখেছিল জাতীয়তাবাদী বহুদলীয় গণতন্ত্রের। দেশবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দেশীয় গুপ্তচর ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হন রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান মত দেশ প্রেমিক মহানায়ক।
তিনি আরো বলেন, ৫৩ বছরে স্বৈরশাসকের রূপ ধরে কেউ ক্ষমতার মসনদ রক্ষা করতে পারে নাই।বিপ্লবী জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে দুঃশাসকের পতন ঘটাতে সক্ষম হলেও বারবার ষড়যন্ত্রকারীরা পর গাছার মতো সমাজ ব্যবস্থার পরিবেশ ধ্বংসের ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে থেমে থাকে নাই। বর্তমান অন্তবর্তী কালীন সরকার প্রধানের জাতির উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে তিনি বলেছেন দেশের মানুষ তাকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় আমাদের দল মনে করে জনগণ দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার বঞ্চিত জনগণের কাঙ্খিত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দিকে জনগণ তাকিয়ে আছে সরকারের এমন বক্তব্য গণতন্ত্রকে আঘাত করেছে বলে আমরা মনে করছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে হবে অন্যথায় অপ্রত্যাশিত কোন সংকট সৃষ্টির দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি সুশাসন ন্যায়বিচার গণতান্ত্রিক জনগণের নির্বাচিত জবাবদিহি মূলক যে সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ছিল তা বাস্তবায়নের সময় এখনই তাই সকল নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে জনগণের কাছে গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থার দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার উদাত্ত আহবান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের মহাসচিব লায়ন আলহাজ্ব আহমেদুর রহমান খোকন, প্রেসিডিয়াম সদস্য সালাম উদ্দিন ঠাকুর, ভাইহ চেয়ারম্যান ইয়াসিন হাবিব, নার্গিস আক্তার জলি, যুগ্ম মহাসচিব জিয়াউর রহমান হীরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেখ হেলাল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কিন্তু নির্বাহী কমিটির সদস্য মোছাম্মৎ জরিনা রব, মীম মোহাম্মদ বিশাল লিজা ফিরোজ মৌ, লিখা ফিরোজ কামরুল ইসলাম মাসুদ,মুক্তা, শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ছাত্রনেতা জহিরুল প্রমূখ। দোয়া মাহফিল শেষে পিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।