মীর সাজু চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি ॥ বরিশাল বিভাগের শ্রেষ্ঠপদক প্রাপ্ত ভোলার চরফ্যাশন উপজেলার ২নং আসলামপুর ইউনিয়ন পরিষদ দু’দুবারের চেয়ারম্যান বশির আহমেদ মিয়া ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। গতকাল মঙ্গলবার নিজবাড়ি আসলামপুর ২নং ওয়ার্ড জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোররাত পৌনে ৪টায় চিকিৎসাধীন ঢাকা ইবনেসিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বযস হয়েছিল(৭৫)বছর। ।
ছবিঃ সংযুক্তঃ বশির আহমেদ মিয়া(চেয়ারম্যান)
ভোলার চরফ্যাশন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিলেন আলম
মীর সাজু চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন জিয়া পরিষদ’র উদ্যোগে ভোলা ৪(চরফ্যাশন-মনপুরা)আসনের বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম কৃতি শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার(৩০সেপ্টেম্বর) টাউন হলে এস এসসি জিপিএ-৫প্রাপ্ত ২৫০জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেন এমপি নাজিম উদ্দিন আলম। এর আগে মনপুরা উপজেলা কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।
ওই সময় উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদল সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,সেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদুর রহমান সায়েদ, যুবদল সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদসহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন।
ভোলার চরফ্যাশনের বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান বশির আহমেদ মিয়া আর নেই
প্রকাশিতঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৮:৩০
