সমাজ, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ি সীমিত করার আহ্বান বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস পালিত

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৪:২৭

স্টাফ রিপোর্টার: রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে যানজট ও দূষণ রোধে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস উপলক্ষে শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং সোসাইটির ৪ নম্বর সড়কে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ। আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী দেশীয় খেলার প্রতিযোগিতা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশের কমিউনিকেশন অফিসার মো. মাহামুদুল হাসান।

বক্তাদের মতামত

গাউস পিয়ারী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে এখনই পদক্ষেপ নিতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে হবে এবং হাঁটার সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে।

ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির বলেন, গণপরিবহন উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের স্বল্প দূরত্বে হাঁটার অভ্যাস গড়ে তোলা জরুরি।

স্কুল অব লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. অনুপম হোসেন বলেন, যানজট ও তাপমাত্রা বৃদ্ধির কারণে মানুষ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে মুক্তি পেতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মোহাম্মদী হাউজিং সোসাইটির সভাপতি মো. আব্দুস সাত্তার মিয়া বলেন, প্রতিদিন যানজটে আটকে থেকে আমরা বুঝতে পারছি ব্যক্তিগত গাড়ির নেতিবাচক প্রভাব কতটা ভয়াবহ। তাই সংক্ষিপ্ত দূরত্বে হাঁটার মাধ্যমে কার্বন নিঃসরণ রোধে সবাইকে সচেতন হতে হবে।

আলোচনা সভায় মোহাম্মদী হাউজিং সোসাইটি, মোহাম্মদী ইয়ুথ ক্লাব, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্ক, কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিস এলায়েন্স, লোকাল ফিউচার, রায়ের বাজার বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।