এস.এম. নাহিদ: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোর পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। পূজা উদযাপন কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন র্যাব-১ এর অধিনায়ক।
র্যাব সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে গৃহীত হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তিন জেলাতেই নিয়মিত রোবাস্ট পেট্রোল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পূজা উপলক্ষে কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে না পারে, সেজন্য সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারি করছে। বিশেষ করে যেসব মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত, সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। পাশাপাশি, সাদা পোশাকে র্যাব সদস্যরাও মাঠে রয়েছেন।তাছাড়া পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স।
র্যাব-১ অধিনায়ক বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করাই আমাদের অঙ্গীকার। কেউ যদি পূজাকে কেন্দ্র করে সহিংসতা বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।