মাখদুম সামি কল্লোল: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া, স্বাস্থ্য ও পরিবেশের উপর তামাকজাত দ্রব্যের প্রভাব, অবৈধভাবে আমদানিকৃত সিগারেটের ব্যবহার হ্রাস এবং রাজস্ব আদায় বিষয়ে মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
এ বিষয়ে সোমবার ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর এনবিআর দুইটি মতবিনিময় সভা আয়োজন করেছে। এক সভায় তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্য সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বহুজাতিক ও দেশীয় তামাক কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে।
স্বাস্থ্য সেবা বিভাগ বলছে, তামাক কোম্পানি ও সরকারের লক্ষ্য সম্পূর্ণ বিপরীত। সরকারের উদ্দেশ্য তামাকজনিত মৃত্যু ও রোগ কমানো, কিন্তু তামাক কোম্পানির উদ্দেশ্য ব্যবসা বাড়ানো। তাই তামাক চাষ, উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই সরকারের স্টেকহোল্ডার বা অংশীজন হিসেবে ধরা যায় না।
চিঠিতে আরও বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক কনভেনশন (WHO FCTC)-এর অনুচ্ছেদ ৫.৩ অনুযায়ী তামাক কোম্পানির সাথে সরকারের কোনো যোগাযোগ আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী। ফলে ২৩ সেপ্টেম্বরের এনবিআর সভায় স্বাস্থ্য সেবা বিভাগ অংশ নেবে না। এ ছাড়া, চিঠিতে এনবিআরকে তামাক ব্যবসার সাথে জড়িত প্রতিষ্ঠানসমূহের সাথে সভা না করার বিষয়ে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।