তামাক নিয়ন্ত্রণে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাংবিধানিক দায়িত্ব: বিশেষজ্ঞরা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:৩৮

মাখদুম সামি কল্লোল: তামাকের ব্যবহার কমানো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, বরং অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়েরও সাংবিধানিক দায়িত্ব বলে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইনজীবীরা।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, বিকাল ৩টায় অনলাইন জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মতামত প্রকাশ করেন তারা। “তামাকজনিত রোগ নিয়ন্ত্রণে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাংবিধানিক দায়বদ্ধতা” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল এডভোকেটস (বিটিসিএ)।
ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন ডা. সৈয়দ মাহফুজুল হক, অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী, ডা. লেনিন চৌধুরী ও ব্যারিস্টার নিশাত মাহমুদ। তরুণ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএস সভাপতি ইফতেখার আহমেদ সাকিব।
বক্তারা বলেন, তামাক কোম্পানি বিভ্রান্তি ছড়ালেও গবেষণায় দেখা গেছে—তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী হলে রাজস্ব আয় কমে না, বরং জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তারা আরও জানান, সংবিধান ও আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়কে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।